
সাতক্ষীরার সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী (৪৮) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, চোর প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আব্দুস সামাদ/এমবি