
ভোলায়ে আন্তজেলা গরুচোর, ডাকাত ও ছিনতাই চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. বাবুল আক্তার।
তিনি জানান, গত ২ মার্চ দিবাগত রাতে লালমোহন উপজেলার চরকচুয়াখালী থেকে মো. জাকির মাঝি ও তার আত্মীয়দের গরুর খোয়ার থেকে ১৬টি গরু লুটে নেয় ডাকাত দল। পরে ৩ মার্চ জাকির মাঝি লালমোহন থানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের প্রধান সদস্য মো. নুরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাঈনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০) ও আবু তাহেরসহ (৪৭) আরও কয়েকজনকে আটক করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ৭ মার্চ বাউফল উপজেলার মাঝেরচরের সাহাবুদ্দিন মেম্বারের খোয়ার থেকে ৫টি গরু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আন্তজেলা গরুচোর, ডাকাত ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন এই পুলিশ সুপার।
এস মেজবাহ/এটিআর