Logo

সারাদেশ

এবার ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:৫৪

এবার ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুমিল্লা সদর দক্ষিণে ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার পদুয়ার বাজার উত্তর রামপুরের একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিএনপিনেতার নাম ইকবাল (৪৫)। তিনি ওই উপজেলার শ্রীভল্লবপুর দক্ষিণ পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে এবং মহানগর বিএনপির নেতা।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ইকবাল। একপর্যায়ে শনিবার সকালে গৃহবধূর ভাড়া বাসায় ঢুকে মুখচেপে ধরে ধর্ষণচেষ্টা করেন তিনি। পরে বাধা দিলে ভুক্তভোগীর মুখে ঘুষি মেরে রক্তাক্ত করেন। এ সময় ওই নারীর স্বামী বাধা দিলে তাকেও মারধর করেন ইকবাল।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তারা।

এ ঘটনায় ইকবালসহ আরও একজনকে আসামি করে ভুক্তভোগীর স্বামী নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

কুমিল্লা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই নারী স্বামীসহ থানায় রক্তাক্ত শরীর নিয়ে আসছিলেন। পরে আমি তাদের মামলা আমলে নিয়ে হাসাপাতালে চিকিৎসা নিতে পাঠাই। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর