সালথায় শুরু হচ্ছে ‘ঐশীবাণী পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:৫৬
-67cc22750d6df.jpg)
ফরিদপুরের সালথায় মাহে রমজান উপলক্ষে মরহুম আলহাজ্ আব্দুর রহমান মোল্লার স্মরণে সালথা উপজেলাব্যাপী শুরু হচ্ছে ‘ঐশীবাণী পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতা।
আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে সালথা উপজেলাধীন কিত্তা গ্রামের আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় তিনটি গ্রুপে ভাগ করে শুধুমাত্র সালথা উপজেলার হাফেজদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান আশরাফ ও ঐশীবাণী পবিত্র কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতার গ্রুপগুলো হলো— ক-গ্রুপ ২০ পারা, খ-গ্রুপ ১০ পারা, গ-গ্রুপ ৫ পারা। কোরআনের হাফেজরা এই গ্রুপগুলোর যে কোনো একটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারবে।
এই প্রতিযোগিতায় সালথা উপজেলার যে সকল হাফেজগণ অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানিয়েছেন হাফেজ মনিরুজ্জামান সাহেব ও মুফতি সালাউদ্দিন সিদ্দিকী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান আশরাফ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার বাবা মরহুম আলহাজ্ব আব্দুর রহমান মোল্লার স্মরণে সালথা উপজেলার হাফেজদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। হাফেজদেরকে বাছাই করে ক-গ্রুপ ২০ পারা, খ-গ্রুপ ১০ পারা, গ-গ্রুপ ৫ পারা হিসেবে ভাগ করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৭ জনকে নির্বাচিত করা হবে।
তিনি আরও বলেন, আমরা রেজিট্রেশন পর্ব শুরু করছি। আগ্রহী সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানচ্ছি। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মো. পারভেজ মিয়া/বিএইচ