Logo

সারাদেশ

নিখোঁজ মেয়ের সন্ধান চেয়ে থানায় গিয়ে অপমানিত হলেন বাবা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২০:২৮

নিখোঁজ মেয়ের সন্ধান চেয়ে থানায় গিয়ে অপমানিত হলেন বাবা

খুলনার কয়রায় শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছেন আয়শা আক্তার মীম (২১) নামে এক গৃহবধূ। মেয়ের সন্ধানে থানায় সহযোগিতা চাইতে গিয়ে অপমানিত হয়েছেন তার বাবা মোখলেসুর রহমান। 

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের বিরুদ্ধে খুলনা রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৫ মার্চ রাতে শ্বশুরবাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন আয়শা আক্তার মীম। বিষয়টি জানিয়ে সহযোগিতা চাইতে শুক্রবার (৭ মার্চ) সকালে কয়রা থানায় যান তার বাবা মোখলেসুর রহমান ও চাচাতো ভাই ইউনুস আলী।

কিন্তু তাদের অভিযোগ শুনে ওসি তাচ্ছিল্যের সুরে বলেন, ‘আপনার মেয়ে কার সঙ্গে প্রেম করে চলে গেছে, সেই নম্বর দেন। কথা বলে ফিরিয়ে আনা যায় কি না দেখি।’

পরবর্তীতে লিখিত অভিযোগ গ্রহণের অনুরোধ জানালে ওসি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে ডিউটি অফিসারের কাছে রেখে যান, সময় পেলে দেখব।’

ঘটনার সময় ওসির কক্ষে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মওলা বকস। তিনি বলেন, ‘একজন বাবা তার নিখোঁজ মেয়ের সন্ধানে পুলিশের সহযোগিতা চাইতে পারেন, এটি তার নাগরিক অধিকার। কিন্তু ওসি যেভাবে কথা বলেছেন, তা অপমানজনক।’

মেয়ের বাবা মোখলেসুর রহমান বলেন, ‘আমার মেয়ে শ্বশুরবাড়িতে প্রায়ই নিগৃহীত হতো। হয়তো অভিমানে কোথাও চলে গেছে। পুলিশের সহযোগিতা চেয়ে উল্টো অপমানিত হয়েছি। আমার সঙ্গে থাকা ফুফাতো ভাই প্রতিবাদ করলে তাকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।’

‘আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা’র কয়রা উপজেলা শাখার সভাপতি ও আইনজীবী আবু বকর সিদ্দিক বলেন, ‘রাষ্ট্রের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সহযোগিতা চাইতে গিয়ে যদি কেউ হেনস্তার শিকার হন, তবে তা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন।’

এ বিষয়ে কয়রা থানার ওসি এমদাদুল হক বলেন, ‘নিখোঁজ নারীর বাবার সঙ্গে আরেক ব্যক্তি থানায় এসেছিলেন। তিনি অপ্রাসঙ্গিক কথা বলছিলেন, এজন্য তাকে সতর্ক করা হয়েছে। তবে বাবার সঙ্গে খারাপ আচরণ করা হয়নি।’

খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন বলেন, ‘সেবাগ্রহীতার সঙ্গে খারাপ ব্যবহারের সুযোগ নেই। প্রথম কাজ হচ্ছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা, এটি পুলিশের দায়িত্ব। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’ 

তরিকুল ইসলাম/এটিআর 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর