ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০০:০৬

চুয়াডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক (৫০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
টিসিবি ও ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে শনিবার (০৮ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম তিতুদহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে অসন্তোষ চলছিল। এক হাজার ৬৫০টি কার্ড তিতুদহ ইউনিয়নে বরাদ্দ ছিল। ওই কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল আওয়াল সবাইকে নিয়ে শনিবার বসার ব্যবস্থা করেন। কিন্তু তার আগেই ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে রফিকসহ তার সমর্থকদের ওপর হামলা চালায়। এরপরই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই নিহত হন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক। আহত হন রফিকের ভাই শফিকসহ আরও ৭-৮ জন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষের মূল কারণ উদ্ঘাটনে আমরা কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফেরদৌস ওয়াহিদ/ওএফ