৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৮:৫৪
-67cd02eec54d0.jpg)
অভিযুক্ত শিক্ষক মালেক। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মালেক (২২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া ডেকু কারখানা সংলগ্ন বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ধর্ষক মালেক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামের মাতাব উদ্দিনের ছেলে।
ধর্ষণের শিকার শিশুটির বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। শিশুটি তার পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত।
জানা গেছে, অভিযুক্ত মালেক ওই শিশু ছাত্রীকে বৃহস্পতিবার (৬ মার্চ) ছুটির পর আলাদা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত ধর্ষক মালেককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।’
আতাউর রহমান সোহেল/এমআই