Logo

সারাদেশ

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৯:০৭

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সদরের কোরালিয়া রোডে রুস্তম ব্যাপারী বাড়িতে গ্যাস সংযোগ বিস্ফোরণে ছয়জন অগ্নিদগ্ধ হয়। রোববার (৯ মার্চ) ভোররাতে সেহেরী খেতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় পরিবারটি।

দগ্ধরা হলেন- ভাড়াটিয়া আবদুর রহমান (৬০),  তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫),  মহিন সর্দার (১৬), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মিরাজের স্ত্রী নিবা আক্তার।

অগ্নিদগ্ধ আহত চারজনকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে।  

চারজনের মধ্যে ছেলে হোসেন সর্দার ও মিরাজের স্ত্রীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলামিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর