-67cd0940ba294.jpg)
ছবি : সংগৃহীত
সারাদেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলেও ব্যতিক্রম ছিল ভোলার মনপুরা উপজেলা। মহিলাবিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি দিবসটি। শনিবার (৮ মার্চ) সারাদিন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় বন্ধ ছিল।
এ বছর দিবসটি পালনে কোনো কর্মসূচির আয়োজন করেনি কর্তৃপক্ষ। মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কেন্দ্র ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না সংস্থা দুটি।
নারী দিবস পালিত না হওয়ার বিষয়ে জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা (তথ্য আপা) শম্পা বলেন, ‘হেড অফিস থেকে নারী দিবস পালনের কোনো নির্দেশনা না থাকায় কোনো কর্মসূচির আয়োজন করা হয়নি ।’
মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা নুর নবী মুঠোফোনে জানান, ‘আমি দুই উপজেলার দায়িত্বে আছি। তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় নারী দিবস পালন করা হয়নি। তবে আগামী ১০ মার্চ দিবসটি পালন করা হবে।’
এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, ‘মনপুরা মহিলাবিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এ দিবসটি যথাসময়ে পালন করতে পারেনি। আগামী ১০ মার্চ ২টি অনুষ্ঠান একসঙ্গে পালন করা হবে।’
এফ ফাহিম/এমআই