Logo

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৯:৫১

সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ জনে।

রোববার (৯ মার্চ) ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রূপালী বেগমের মৃত্যু হয়।

দগ্ধরা হলেন- রিকশাচালক মো. হান্নান (৫৫), ও তার পোশাককর্মী স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫)। অপর পরিবারের সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১৬ মাস)।

এরআগে, শুক্রবার (৭ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মো. হান্নানের মৃত্যু হয়। শনিবার (৮ মার্চ) শিশু সুমাইয়া মারা যায়। রোববার (৯ মার্চ) ভোরে সুমাইয়ার মা রুপালি বেগম মারা যান।

 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রুপালীর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তিনি জানান, হান্নানের শরীরের ৪৫%, শিশু সুমাইয়ার ৪৪%, রুপালির ৩৪%, সাব্বিরের ২৭%, নুরজাহান লাকির ২২%, সামিয়ার ৯% ও জান্নাতের ৩% পুড়ে গেছে।

উল্লেখ্য, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকার একটি টিনশেড বাড়িতে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের নারী ও শিশুসহ দগ্ধ ৮ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর