-67cd4b84d05ba.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর ভাটারা থানার চৌমাইল এলাকায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি, জামালপুর জেলার ইসলামপুর থানার নতুনপাড়া সাহেব বাজার এলাকার জয়নালের ছেলে বাপ্পী (২৪)।
জানা গেছে, শনিবার (৮ মার্চ) একজন গ্রাহক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চৌমাইল হাইস্কুলের কাছে একজন অস্ত্রধারী ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পরে ওই যুবকের কাছ থেকে একটি চায়না তৈরি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ভাটারা থানার এসআই আব্দুল বাকী বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
এইচকে/এমআই