Logo

সারাদেশ

সুনামগঞ্জে দুপক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৫:৫৯

সুনামগঞ্জে দুপক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের অপর প্রভাবশালী আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদ্রাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। দুইদিন আগে একটি ব্যক্তিগত জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবার দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরিণতিতে রোববার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর