মেহেরপুরে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৬:৫০

ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখা।
এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী দিলারা জাহান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সাব্বির আহমেদ, শিহাব উদ্দিন সৈকত, অ্যাডভোকেট মিজানুর রহমান, খন্দকার মুইজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, যুগ্ম সংগঠক আসিফ রাব্বি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আবু সাঈদের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘চব্বিশের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আকতারুজ্জামান/এমবি