বগুড়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৩৩

বগুড়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মৃত তোফা ছেলে সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলে হাইওয়ের দিকে যাচ্ছিলেন। তারা যখন চারমাথা কল্পনা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছান, তখন একটি কালো মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে যান।
এরপর পেছন থেকে আসা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সজল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর তার স্ত্রী হোসনে আরাও মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, এ ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জুয়েল/এমবি