Logo

সারাদেশ

কুমিল্লায় গ্রেপ্তার ৫ ডাকাতের একজন যুবদল, আরেকজন ছাত্রদল নেতা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৯:৩১

কুমিল্লায় গ্রেপ্তার ৫ ডাকাতের একজন যুবদল, আরেকজন ছাত্রদল নেতা

কুমিল্লার লালমাই উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), তার ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন। অন্যদিকে, ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন।

তবে এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া পাঁচ যুবক দত্তপুরের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাই তাদের সেই ডাকাতির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর