তাড়াশে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, তাড়াশ
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৯:৫৭

সিরাজগঞ্জের তাড়াশে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর ১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্দুস সামাদ মন্ডল (৬০)। তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের নামাসিলোট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতাল নিয়ে যান। পরে গুরুতর আহত আব্দুস সামাদ মন্ডলকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
মনিরুল ইসলাম/এমবি