
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে কলেজ আঙিনায় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে সদর হাসপাতাল মোড় পরিদর্শন করে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল, মেকানিক্যাল সপ্তম পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম রাহিম, আর্কিটেকচার বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আছিয়া আমাদের ছোট বোন, তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। আছিয়ার ওপর যারা নির্যাতন করেছে, তারা সবাই শনাক্ত হয়েছে। তাদের প্রকাশ্যে জনতার সামনে এনে ফাঁসি দিতে হবে। অন্যথায় দেশের ছাত্রসমাজকে দমিয়ে রাখা যাবে না।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা ১৭ বছরের দানবীয় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সঠিক বিচার না হলে আপনাকেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
এমরান পাটোয়ারী/এমবি