বনশ্রীতে স্বর্ণ ডাকাতি : গ্রেপ্তার শ্রমিকদল নেতা বহিষ্কার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২১:০৫

ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয় আসামির মধ্যে বাউফল উপজেলার বাসিন্দা শ্রমিকদল নেতা সুমন মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার শিকদার স্বাক্ষরিত একটি বহিষ্কার আদেশ গণমাধ্যমে পাঠানো হয়।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ২০০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তের পর ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের ৪ নম্বর ওয়ার্ডের সহদপ্তর সম্পাদক সুমন মোল্লা ও বাউফল উপজেলা ছাত্রলীগের কর্মী আমিনুল ইসলাম।
এ বিষয়ে কালাইয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আবুল বাশার শিকদার বলেন, কার ভেতরে কী রয়েছে, কেউ জানে না। সবাই বলছিল, তারা ভালো। এজন্য তাদের কমিটিতে রাখা হয়েছিল। কিন্তু তারা ধরা পড়েছে, এজন্য ডাকাত হইছে। যে খারাপ কাজ করবে, তার বিচার হোক। আমি কখনো অন্যায় অনিয়মে প্রশ্রয় দেব না।
আরিফুল ইসলাম সাগর/এমবি