ঝোপের ভেতরে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২৩:৩৩

গাজীপুরের শ্রীপুরে কলাবাগানের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার মেঘনা গেটের পাশে কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথচারী কলাবাগানে হাত-পা বাঁধা অবস্থায় বিবস্ত্র এক মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশ খবর দেন।
জানা গেছে, মরদেহের শরীরের চামড়া পঁচে গেছে। কিছু অংশে আগুনে পোড়া চিহ্ন দেখা গেছে। তবে মরদেহটি নারী নাকি পুরুষের সেটি বোঝার উপায় নেই।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি নারী নাকি পুরুষের তাও বুঝা যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।
- ওএফ