Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় এলডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৭:৫৬

আলফাডাঙ্গায় এলডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) সন্ধ্যায় পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে এলডিপির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ সরদারের নেতৃত্বে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুজাহিদ ইসলাম।

এ বিষয়ে এলডিপির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ সরদার বলেন, দেশের জনগণই আমাদের শক্তি। দলের নির্দেশনা অনুযায়ী, ইফতার মাহফিলে শুধু দলীয় নেতাকর্মীদের নয়, সর্বস্তরের সাধারণ জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছেন।

এইচকে/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর