Logo

সারাদেশ

আশুলিয়ায় স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩৩

আশুলিয়ায় স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় স্ত্রীর সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ২০-২৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত দিলীপ দাস (৪৭) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বাসিন্দা দয়াল চন্দ্র দাসের ছেলে। তিনি নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের মালিক।

নিহতের মামাতো ভাই খোকন সরকার বলেন, প্রতিদিনের মতো দিলীপ দাস রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করছিলেন। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। দোকানের শাটার নামানোর সময় তিনজন দুর্বৃত্ত এসে তার ঘাড়ে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ নিতে না পেরে তারা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

নিহতের স্ত্রী স্বরসতি দাস বলেন, আমরা একসঙ্গে দোকান বন্ধ করছিলাম। হঠাৎ তিনজন যুবক পেছন থেকে এসে ব্যাগ ধরে টান দেয়। দিলীপ বাধা দিলে তারা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়। আমাদের চিৎকার শুনে তারা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ব্যাগে ২০-২৫ ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা ছিল।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মেরাজুর রেহান পাভেল জানান, নিহতের বুকে, মুখে ও পিঠে গভীর ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দিলীপ দাস দোকানের তালা বন্ধ করার সময় পেছন থেকে চারজন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। পরে তারা স্বর্ণের ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ফুটেজে ধোঁয়া দেখা গেছে, সম্ভবত তারা পালানোর সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর