Logo

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:১০

চাঁদাবাজির অভিযোগে বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি

ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খাঁনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার ও সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর এনায়েত হোসেনের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। পটুয়াখালী জেলা বিএনপির নির্দেশে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগেও এনায়েত হোসেনের বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। তখন তাকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি এসব কার্যক্রম চালিয়ে গেছেন। ফলে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খাঁন বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। আপনার কাছে অব্যাহতির কোনো কপি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর