Logo

সারাদেশ

বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:২৭

বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : প্রিন্স

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

রোববার (৯ মার্চ) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে একটি ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বিএনপি বিশ্বাস করে যে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এ দেশে শান্তি, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল। সদস্যসচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, দক্ষিণ মাইজপাড়া ফতেমতুজ্জোরা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শহিদুল্লাহ, ধোবাউড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নজিম উদ্দিন, ধোবাউড়া মোহাম্মদীইয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান, ধোবাউড়া বাইতুল হামদ একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হাশিম, ওলামা দল নেতা মাওলানা ওবায়দুল হক, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

উমর ফারুক আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর