
ছবি : বাংলাদেশের খবর
বগুড়া শহরে পাওনাদারের হাতে ধরা খেয়েছেন জাকারিয়া সরকার (২৫) নামে এক ভুয়া পুলিশ। রোববার (৯ মার্চ) বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
আটককৃত জাকারিয়া সরকার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া শহরের উত্তরচেলো পাড়া মতিয়ার রহমানের বাড়িতে পুলিশ পরিচয়ে ভাড়া থাকতেন জাকারিয়া। তিনি প্রতিদিন পুলিশের পোশাক পরে বাসা থেকে বের হয়ে নানান রকম অপকর্ম শুরু করেন। এজন্য তিনি রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করেন।
ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরও জানান, গাইবান্ধায় তার পরিবার জানত তিনি পিডিবিতে চাকরি করেন। কিন্তু জাকারিয়া নিজেকে নারুলী পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিলেন।
নাজমুল হক জানান, জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির জন্য তিনি বছর দুয়েক আগে বগুড়ায় আসেন।
কিন্তু অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না। এর মধ্যে একজন ব্যবসায়ী তার কাছে অভিযোগ করেন, পুলিশের পোশাক পরে নারুলী ফাঁড়ির এসআই পরিচয় দিয়ে তার কাছ থেকে ১৮০০ টাকা নিয়ে এসেছেন একজন। এরপর রোববার দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে তার ভাড়াবাসা থেকে ফুল ইউনিফরমসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরও জানান, কিছুদিন আগে সাবগ্রাম এলাকায় পুলিশ পরিচয় দিয়ে কিছু গাছ নিয়ে এসেছিলেন এবং নারুলী কৃষি ফ্রম এলাকায় এক মুদির দোকান থেকে কিছু টাকা বকেয়া করেছিলেন। এছাড়া পুলিশ পরিচয় দিয়ে বউবাজার এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছেন। বাসা পরিবর্তন করতে গেলে এলাকার কিছু পাওনাদার তাকে আটক করে। খবর পেয়ে তাকে আটক করা হয়। মামলার প্রস্তুতি চলছে।
জুয়েল/এমবি