
ছবি : বাংলাদেশের খবর
পবিত্র মাহে রমজানে নিরাপত্তা নিশ্চিতকল্পে ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক পেট্রোল ডিউটি ও মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে। অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে ফেনী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বয়ে হোন্ডা মোবাইল ডিউটি জোরদার করা হয়েছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে হোন্ডা মোবাইল দল। কৌশলগত স্থানে স্ট্যাটিক ফোর্স, মোবাইল টহল টিম ও সাদা পেশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশ ফেনীর পক্ষ থেকে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং ইতিমধ্যে জোরদার করা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বাংলাদেশের খবরকে জানান, পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর ফেনী জেলা পুলিশ।
এমরান পাটোয়ারী/এমবি