Logo

সারাদেশ

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:১৫

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।

এর আগে বর্ণাঢ্য র‍্যালি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা শাখার ইনচার্জ অনুপ কুমার সিংহ ও আবুবকর প্রমুখ।

এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রফিক সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর