Logo

সারাদেশ

পুলিশকে আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৪:১০

পুলিশকে আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক সকাল থেকে অবরোধ করে রেখেছিলেন পোশাকশ্রমিকরা। পরে সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের ধরে শাস্তির ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেওয়ার শর্তে এ অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন বিক্ষুব্ধরা।

এদিন সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন, ‘দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।’

ডিআর/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর