Logo

সারাদেশ

পুলিশের ওপর জেলেদের হামলা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:০১

পুলিশের ওপর জেলেদের হামলা

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় পুলিশের অভিযান চলাকালে জেলেদের হামলার শিকার হয়েছেন তিন নৌ পুলিশসহ ৪জন। পরে নৌ পুলিশের অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়। 

আটক জেলেদের নামে জাটকা সংরক্ষণ আইন, পুলিশের ওপর হামলাসহ পৃথক চারটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করলে আদালতে জেলহাজতে পাঠায়।

রোববার (৯ মার্চ) রাতে লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীর হাট সংলগ্ন সাহেবের চর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মজুচৌধুরীর হাট নৌ পুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নৌ পুলিশের নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীরসহ নৌ পুলিশের ট্রলার মাঝি জামাল হোসেন।

মজুচৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ জানান, মজুচৌধুরীরহাট সংলগ্ন মেঘনা নদীর সাহেবের চর এলাকায় মাছ শিকারের খবর পেয়ে জেলেদের ধরতে যায় নৌ পুলিশের একটি দল। এ সময় জেলেরা পুলিশকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জেলেকে আটক করে। এ সময় চারটি নৌকা, ৫৩১ মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

  • মোস্তাফিজুর রহমান টিপু/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর