Logo

সারাদেশ

কক্সবাজারে পর্যটকদের জন্য ‘ভ্রমণিকা’ অ্যাপস উদ্বোধন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:২৫

কক্সবাজারে পর্যটকদের জন্য ‘ভ্রমণিকা’ অ্যাপস উদ্বোধন

ভ্রমণপিপাসু পর্যটকদের কক্সবাজার ভ্রমণ সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ ‘ভ্রমণিকা’। যা পর্যটকদের জন্য একটি পূর্ণাঙ্গ ই-ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে এ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম এই ধরনের একটি ভ্রমণ নির্দেশিকা মোবাইল অ্যাপ চালু করায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এই অ্যাপ এ সন্নিবেশিত আছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন। কক্সবাজার ভ্রমণে এসে পর্যটকগণ কোনো কোনো স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা একটিভিটি আছে এসব তথ্য পাবেন এই একটি অ্যাপেই। প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশান ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া আছে পর্যটকদের জন্য। 

আরও জানানো হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই অ্যাপে। পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য দেওয়া আছে এখানে। এ ছাড়া যেকোনো জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, টুরিস্ট পুলিশ, ডাক্তার ও বীচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া আছে এ অ্যাপে। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ‘Vromonika’ নামে অ্যাপটি পাওয়া যাচ্ছে। ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে এটি।

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর