খাদ্য কর্মকর্তাকে হাত কাটার হুমকি দিলেন বিএনপির নেতা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:৩১

অভিযুক্ত বিএনপি নেতা।
টাঙ্গাইলের ভুঞাপুরে ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুস ছালাম উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই বিএনপি নেতা তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে গিয়ে খাদ্য কর্মকর্তা কাজী হামিদুলকে এ হুমকি দেন তিনি।
এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ খাতুন উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলায় ইউনিয়ন পর্যায়ে খাদ্য কর্মসূচির ডিলারশিপ বরাদ্দের জন্য গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। এতে লটারির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নে ২৪জনকে ডিলারশিপ নিয়োগ করা হয়। এ সময় আবেদনকারীরা উপস্থিতি ছিলেন।
এদিকে, আবেদনকারী গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম লটারিতে বিজয়ী হতে না পেরে ক্ষুব্ধ হন।
খাদ্য কর্মকর্তার কার্যালযের কম্পিউটার অপারেটর শাহনাজ খাতুন ও অফিস সহকারী হৃদয় বলেন, বিএনপি নেতা তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। পরে লটারির মাধ্যমে গাবসারাতে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখার কথা বলেন। তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।
গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, ‘ওই খাদ্য কর্মকর্তা অতিরিক্ত বলেছেন। তার সাথে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, ‘হঠাৎ করে অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-ধমকি শুরু করেন। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে মেরে ফেলার হুমকি দেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, ‘সাংবাদিকসহ সবার সামনেই ওই বিএনপি নেতা হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- রেজাউল করিম/এমজে