Logo

সারাদেশ

শিবিরকর্মী হত্যা মামলায় কালীগঞ্জের সাবেক মেয়র বিজু গ্রেপ্তার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:৪২

শিবিরকর্মী হত্যা মামলায় কালীগঞ্জের সাবেক মেয়র বিজু গ্রেপ্তার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, মোস্তাফিজুর রহমান বিজু বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবিরকর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।

বুরহান উদ্দীন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর