নারীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে মিরসরাইয়ে ছাত্রদলের মানববন্ধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:৫১

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ও মিরসরাই কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) উপজেলার এ দুটি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিজামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজিম সিদ্দিক, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন রাকিব, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা হিমেল চৌধুরী, ফারহাজ হোসেন, রাকিব, সাহাব উদ্দীন, ইসমাইল, মিরসরাই কলেজ ছাত্রদল নেতা মো. ফারুক, নাজমুল, হৃদয়, মুন্না, রাহাতসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, বর্তমান সময়ে নারীদের ওপর সহিংসতা বেড়ে গেছে। ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাফায়েত মেহেদী/এআরএস