Logo

সারাদেশ

সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:১৬

সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যে সারা দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দুর্যোগ দিবস পালিত হয়েছে। ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম। বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতন থাকতে হবে।’ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনপুরা (ভোলা) : ভোলার মনপুরায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমীমুল ইহসান জসিম, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন। অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ, কৃষি কর্মকর্তা প্রসেনজিত তালুকদার উপস্থিত ছিলেন।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর