
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা কসাইভিটা রাস্তাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তদন্ত ও অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার (৯ মার্চ) রাতে পুলিশের অভিযানে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাব্বি (২৫), রনি (৩৪), মো. জাহাঙ্গীর (৩৪), শুভ (২৪), রোমান (৩০)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাতের বেলায় পথচারী ও যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছিল। গত কয়েক মাসে জিনজিরা কসাইভিটাসহ আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়।
স্থানীয় বাসিন্দা রাসেল আহমেদ বলেন, ‘জিনজিরার কসাইভিটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন। সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সবাই আতঙ্কে ছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।’
এক ব্যবসায়ী রানা বলেন, ‘এই অপরাধীরা কয়েকদিন আগেও রিকশা থামিয়ে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পুলিশকে ধন্যবাদ জানাই, তারা এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছে।’
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কেরানীগঞ্জের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। জিনজিরা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করেছে। অপরাধে জড়িত অন্যদের খুঁজে বের করতে আরও অভিযান চালানো হবে।’
- এমজে