ধর্ষণের বিরুদ্ধে উত্তাল দেশ, প্রতিবাদে ফুঁসছে মানুষ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২০:০৯

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ প্রতিবাদে ফুঁসে উঠেছে।
সোমবার (১০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্ষণের বিরুদ্ধে দিনব্যাপী তিনটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে। এ সময় তারা ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার বোনের কান্না, আর না আর না’-সহ বিভিন্ন স্লোগান দেন।
বেলা ১২টায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে মানববন্ধন করে। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি বাস্তবায়নের দাবি জানান। বিকেল সাড়ে ৩টায় ইসলামী ছাত্র আন্দোলনও প্রধান ফটকে মানববন্ধন করে। তাদের নেতা মুহাম্মাদ আল আমিন বলেন, ‘ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই ধর্ষণ ও অনৈতিকতা নির্মূল সম্ভব।’
খাগড়াছড়ি, নরসিংদী ও গাজীপুরে বিক্ষোভ
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের নেতৃত্বে তারা নারী নির্যাতন বন্ধ ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
নরসিংদীতে নারী অঙ্গন ও ছাত্রদলের যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সরকারি কলেজের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
গাজীপুরে জেলা মহিলা দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শিশু আছিয়ার মতো নৃশংস ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
কুষ্টিয়া, গোপালগঞ্জ ও ঝিনাইদহে ছাত্রদলের প্রতিবাদ
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। তারা ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’ স্লোগান দেন। গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলও একই দাবিতে মানববন্ধন করেছে।
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা ছাত্রদলের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা সাইদুর রহমান মিঠু বলেন, ‘ধর্ষণের বিচার ২১ দিনের মধ্যে শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে।’
ফেনী, বগুড়া ও কুমিল্লায় সড়ক অবরোধ
ফেনীতে সরকারি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে। তারা দ্রুত বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বগুড়ার শেরপুরে সরকারি কলেজের শিক্ষার্থীরা ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন করেছেন। তারা বলেন, ‘দেশে নিরাপত্তাহীনতা বাড়ছে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তারা ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’ স্লোগান দিয়ে দ্রুত বিচার দাবি করেন।
চাঁদপুর, মানিকগঞ্জ ও মৌলভীবাজারে শাস্তি দাবি
চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। তারা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের ফাঁসির দাবি জানান।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছে। জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ‘ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মৌলভীবাজারে সরকারি কলেজের শিক্ষার্থীরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা নারী নির্যাতন বন্ধ ও বিচারহীনতা রোধের দাবি জানান।
- এমজে