ইফতারের কথা বলে নাতনীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী দাদা আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২২:১৫

নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইতালি মাদ্রাসাপাড়ায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া প্রতিবেশী এক নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গত শুক্রবার (৭ মার্চ) বিকেলে ইফতারির কথা বলে মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) প্রতিবেশী ভাতিজার ৮ বছরের এক মেয়েকে পাশে গ্রামের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে ধানের মাঠে ধর্ষণের চেষ্টা করে।
ভুক্তভোগীর পরিবার জানান, বিকেলে মেয়ে জান্নাতকে ইফতারির দাওয়াত আছে বলে বাড়ি থেকে নিয়ে যায়। পারিবারিক সম্পর্ক দাদা-নাতনি হওয়ায় শিশুটিও যায়। বিভিন্ন তালবাহানায় বিকেল কাটিয়ে সন্ধ্যায় ধানের মাঠে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ভয়-ভীতি দেখিয়ে এই ঘটনা বলতে মানা করে। এক-দুই দিন পর শরীরের বিভিন্ন স্থানের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারায় শিশুটি তার পরিবারকে ঘটনাটি বলেন।
পরিবার ও স্থানীয়রা আমিনুল ইসলাম ভুদিকে আটক করে সোমবার (১০মার্চ) সকালে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা আরও জানান, এর আগেও নাকি গ্রামের বেশ কয়েকটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, আসামিকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এম এ রাজ্জাক/ওএফ