Logo

সারাদেশ

চাঁদা না পেয়ে এলজিইডি প্রকৌশলীর ওপর হামলা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৪৫

চাঁদা না পেয়ে এলজিইডি প্রকৌশলীর ওপর হামলা

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের রসুলপুর শারালী এলাকায় সড়কের কাজ বন্ধ করে দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ মার্চ) দুপুরে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় রসুলপুর থেকে শিবগঞ্জ শারালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি সড়কের কার্পেটিং কাজ চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, কার্পেটিং কাজ চলার সময় এলাকার আলম, আবু হোসেন, মতিউর, আরিফসহ আরও ২০ জনের একটি দল এলজিইডির কার্য সহকারী রেজওয়ানুল হককে পথরোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা সড়কের কাজ বন্ধ করে রেজওয়ানুল হককে মারধর করেন।

এ ঘটনায় আহত রেজওয়ানুল হককে রক্ষা করতে গিয়ে সহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সৌরভ, উপ-সহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, নাজমুস সাকিব আকাশ ও ল্যাব সহকারী আমিনুল ইসলামও আহত হন। তাদেরও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

ঘটনার পর রেজওয়ানুল হক সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, শিবগঞ্জ শারালী এলাকার মো. আলম, আবু হোসেন, মতিউর ও মো. আরিফ।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা যদি কাজ করতে গিয়ে হামলার শিকার হন, তাহলে তাদের কাজ করার পরিবেশ কীভাবে হবে? পুলিশ যদি আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে কর্মবিরতি অব্যাহত থাকবে।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর