ভোলায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৩:০৫

ভোলার চরফ্যাশনে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামি মো.শরীফকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১১ মার্চ) ভোররাতে জেলার বোরহানউদ্দিন থানাধীন পক্ষিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়েছিল। দীর্ঘ এক বছর পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
ফাহিম/এটিআর