Logo

সারাদেশ

ফরিদপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৬:৫৬

ফরিদপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণ মামলার পলাতক আসামি নূরে ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক।

আসামি নূর ইসলাম আলগী ইউনিয়নের আড়ুরাকান্দি গ্রামে পাচু মাতুব্বরের ছেলে।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক গৃহবধূ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যার পর তিনি ভাঙ্গার আড়ুরাকান্দি বাসস্ট্যান্ডে নামলে ৪-৫ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী সরিষা খেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

১২ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী ভাঙ্গা থানায় পাঁচজনকে আসামি করে একটি গণধর্ষণ মামলা করেন। মামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

 এ ঘটনায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ভাঙ্গার আলগী ইউনিয়নের আড়ুরাকান্দি গ্রামের সাইদুল মাতুব্বর, ফরিদ মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর এবং নগরকান্দার ঝাটুরদিয়া গ্রামের নাসির খান। তবে নূরে ইসলাম ঘটনার পর থেকেই পালাতক ছিলেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত নূরে ইসলামকে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ধর্ষণসহ নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মোসলে উদ্দিন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর