Logo

সারাদেশ

বিএনপির রাজনীতি করেও হলেন জুলাই হত্যা মামলার আসামি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৭:৩২

বিএনপির রাজনীতি করেও হলেন জুলাই হত্যা মামলার আসামি

ছবি : বাংলাদেশের খবর

আওয়ামী লীগের ড্যামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের মতো বগুড়াতেও সরকার পতন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দেড় ডজন মামলা করা হয়েছে। যার মধ্যে বিএনপির নেতাকর্মীরা আসামি হয়েছেন।

জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি বগুড়া সদর থানার শাজাহানপুর আমলি আদালতে বিএনপির নেতা মাহাবুবুর রহমান মামলার বাদি হয়ে ১৮৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলায় বিএনপির ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের শহর শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব হোসাইন সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ৩-৪ জনের নাম উল্লেখ করা হয়।

মাহাতাব হোসাইন সোহাগ তার দাবি করেন, তিনি বিএনপির সকল আন্দোলনের সময় সক্রিয় অবস্থানে থাকলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এসব মামলায় তাকে এবং তার দলের অন্য নেতাদের শত্রুতামূলকভাবে ফাঁসানো হচ্ছে। ব্যবসায়িক ফয়দা লুটতে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করেছে।

বগুড়ার জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার বলেন, ‘সোহাগ আমাদের সঙ্গে আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। তাকে জড়ানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।  দলীয় ছেলেদের বিরুদ্ধে মামলা করা, রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। যদি কেউ মামলা করে থাকে, তবে আমরা যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে মামলার বাদি মাহাবুবুর রহমানের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর