প্রশংসা কুড়িয়েছে সত্যের দিশারীর ১০ টাকার ইফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৮:০৪
-67d026c08292c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রশংসা কুড়িয়েছে সত্যের দিশারী সংগঠনের ১০ টাকার ইফতার বাজার। এ বাজারে রয়েছে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলাবুট, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মুড়ি, ২ কেজি আলু, ১ কেজি খেজুরসহ ৭ ধরনের ইফতার সামগ্রী ১০ টাকায় মিলল সত্যের দিশারী সংগঠনের বাজারে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন করে সত্যের দিশারী নামের একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন। এতে হাসি ফুটিয়েছে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মুখে।
এই বাজারে উপস্থিত ছিলেন সরাইল বাজার কমিটির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আসমত আলী, সদস্য শিবলী সাদিক ছাড়াও সংগঠনের উপদেষ্টারা ছিলেন আলামিন, ইউসুফ, শরীফ, হাবিব মিয়াসহ সত্যের দিশারী সদস্যবৃন্দ ও সুশীল সমাজের অনেকেই।
১০ টাকায় প্রয়োজনীয় ইফতারসামগ্রী কিনতে পেরে খুশি আমেনা খাতুন (৬৭) বলেন, ‘তেল, পেঁয়াজ, বুট, খেজুর , মুড়িসহ কত কিছু পেলাম ১০ টাকায়। বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম! আল্লাহ অগো ভালো রাখুক।’
একই গ্রামের হালিমা আক্তার (৪৫) বলেন, ‘১০ টাকায় আট পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে।’
মতি মিয়া বলেন, ‘১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি, তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা। যারা কম টাকায় ইফতার পণ্য দিল, তাদের জন্য দোয়া করি।’
সরাইল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন বলেন, ‘সত্যের দিশারীর কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এই সংগঠনটি একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’
সত্যের দিশারী সংগঠনের সদস্যরা বলেন, ‘আল্লাহ যতদিন সামর্থ্য দেবে, ততদিন এ আয়োজন করে যাব। এ বছর রোজায় ১০ টাকায় ২০০ জনের অধিক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছি। আগামীতে আরও বড় আয়োজন করার চেষ্টা করব।’
সত্যের দিশারী সভাপতি সিজান আহমেদ বলেন, আমরা এবার এক ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু আমরা ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি তাই আমাদের এ ইফতার সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা।
মো. রিমন খান/এমআই