Logo

সারাদেশ

‘কোনো চাঁদাবাজ দলের হাতে দেশ তুলে দেওয়া যাবে না’

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:৪৭

‘কোনো চাঁদাবাজ দলের হাতে দেশ তুলে দেওয়া যাবে না’

কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীদের হাতে তুলে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। 

পার্বত্য জেলা খাগড়াছড়িতে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৪টায় খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টারে দলটির ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বলেন, ‘দেশে আমরা সুষ্ঠু পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সকল ধর্ম-শ্রেণী পেশার বাংলাদেশের প্রত্যাশা করি। দেশকে কোনো চাঁদাবাজ দলের হাতে তুলে দেওয়া হবে না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। 

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী  এয়াকুব আলী চৌধুরী। 

ছোটন বিশ্বাস/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর