Logo

সারাদেশ

নাটোরে স্ত্রী নির্যাতনের মামলায় সাবেক এসপি কারাগারে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ২০:০৪

নাটোরে স্ত্রী নির্যাতনের মামলায় সাবেক এসপি কারাগারে

ছবি : বাংলাদেশের খবর

নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে কারাগারে পাঠিয়েছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিচারক আব্দুর রহিম জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  

কোর্ট চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর হামলা করেন। এতে কয়েকজন ক্যামেরা পার্সন আহত হন।  

প্রত্যক্ষদর্শীদের মতে, রায়ের পর পুলিশ সাধারণ আসামিদের মতো তাকে হাজতে না রেখে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয়। পরে দুপুর ১টা ৪০ মিনিটে কারাগারে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীরা তার ছবি তুলতে গেলে তিনি অতর্কিত হামলা চালান। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপার্সন আঘাত পান।  

এ ঘটনার পর পুলিশ তাকে দ্রুত আদালতের হাজতে নেয়। এতে বিক্ষুব্ধ সাংবাদিকরা কোর্ট চত্বরে অবস্থান নেন এবং দাবি করেন, অন্যান্য আসামিদের মতো সাবেক এসপিকেও হাতকড়া পরিয়ে কারাগারে নিতে হবে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী আদালত চত্বরে মোতায়েন করা হয়। পরে বিকাল ৩টার দিকে সেনা সদস্যদের উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।  

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি নাজমুল হাসান বলেন, ‘একজন আসামির দ্বারা গণমাধ্যমকর্মীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। তিনজন ক্যামেরা পার্সন আহত হয়েছেন। যদি তাকে হাতকড়া পরিয়ে নেওয়া হতো, তাহলে তিনি এই হামলার সুযোগ পেতেন না।’

বাদীর আইনজীবী মো. মুশফিক হাসান জানিয়েছেন, আদালত সাবেক এসপি ফজলুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

তানিম/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর