বসতঘরে আগুনে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৭:৪৯

ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে সাইফুল ইসলাম মিয়াজী (২৭) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খালপাড় এলাকার মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই বাড়ির সিরাজুল ইসলাম মিয়াজীর ছেলে।
মতলব উত্তর উপজেলা ফায়ার স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে রওয়ানা দেই। বিকাল ৪টা ১০ মিনিটে পৌঁছে দেখি, স্থানীয়রা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ঘরের ভেতর থাকা সাইফুলের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মতলব উত্তর ফায়ার স্টেশন কর্তৃক একটি বডি প্যাক ব্যবহার করে মরদেহ থানার উপপরিদর্শক (এসআই) সুমত্র চন্দ্র দাসের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, স্থানীয় এক নারীর মতে, ঘরের ভেতর শুকনো পাতা ছিল, যা থেকে আগুন লাগতে পারে। আগুনের সূত্রপাতের পর সাইফুল ঘরেই ছিলেন এবং বের হতে পারেননি। নিহতের আত্মীয়-স্বজন ঢাকায় থাকেন। এখনও এলাকায় পৌঁছাননি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। বুধবার (১২ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।
আলআমিন ভূঁইয়া/এমবি