Logo

সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলা : বরখাস্তকৃত এসপির বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:০৪

সাংবাদিকদের ওপর হামলা : বরখাস্তকৃত এসপির বিরুদ্ধে থানায় অভিযোগ

নাটোর আদালতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক সাংবাদিক।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে ভয়েস অব এশিয়া ও স্থানীয় দৈনিকের সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে নাটোর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের সময় নাটোরের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা থানায় উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক তার স্ত্রীর করা নির্যাতনের মামলায় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় গণমাধ্যমকর্মীরা কোর্ট হাজতের সামনে সংবাদ সংগ্রহ করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক তাদের ওপর হামলা চালান। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা 

না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নাটোরে কর্মরত সাংবাদিক নেতারা।

মেহেদী হাসান তানিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর