
সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় মহানগরের বারুতখানাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ও ডেইলি নিউএজের স্টাফ করেসপন্ডেন্ট (সিলেট) মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্বের বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রেসক্লাবের এ আয়োজন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সংযোগ স্থাপনে দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও শ্যামল সিলেটের সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইফতার মাহফিল ধর্মীয় গণ্ডির বাইরে গিয়ে সামাজিক সম্প্রীতির বন্ধনে পরিণত হয়েছে, যা দেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট জেলা প্রেসক্লাব এমনই একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। তারা আরও বলেন, সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সবার মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিশেষ ভূমিকা রেখেছে বলে অতিথিরা অভিমত ব্যক্ত করেন।
রেজাউল হক ডালিম/এমবি