সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, আটক ২

সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:৫০

সিলেটের এয়ারপোর্ট এলাকায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ছড়াগাঙ রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- সিলেটের শাহপরাণ থানার দলুইপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া (২৫) ও একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজারের হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই তরুণীর বাবার মোবাইলে একটি ফোনকল আসে, যেখানে জানানো হয় যে তার মেয়ে একটি চা বাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এয়ারপোর্ট থানা পুলিশ তরুণীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তরুণীর বাবা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ও চিকিৎসাধীন। গত চারদিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, নির্যাতিতাকে ওসমানী হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রেজাউল হক ডালিম/এমবি