Logo

সারাদেশ

তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:৪২

তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সন্ধ্যায় শিশুটি তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মা বিষয়টি টের পান এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, তাদের বাড়ি টাঙ্গাইল জেলায় মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে আসলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। তারা সবাই নিজেদের আত্মীয়-স্বজন। পরে একজনক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ১৪ বছর। এখন ওই কিশোর সদর থানা হেফাজতে রয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

আফ্রিদি আহাম্মেদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর