Logo

সারাদেশ

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৫৬

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় ২টি পাইপগান ও ৫ রাউন্ড গুলিসহ একজন ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ মার্চ) র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. আরমান হোসেন (২৬) কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন উলুরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. আরমান হোসেন নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির কাছ থেকে ২টি পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর