Logo

সারাদেশ

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৪:০৯

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল হকের ছেলে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রফিকুল তার প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি বাধা দিলে ধস্তাধস্তিতে তার শরীরে আঘাত লাগে এবং সে শ্লীলতাহানির শিকার হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে রফিকুলকে হাতেনাতে আটক করে। বর্তমানে শিশুটি ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, শিশুটির পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার নিয়াজ মোর্শেদ নিজেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাসেদ খান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর